Rangamoti Tirandaj-এর এপিসোডে “Satyaki’s Hidden Agenda” কী কাণ্ড হয়েছে? বস

Rangamoti Tirandaj-এর এপিসোডে “Satyaki’s Hidden Agenda” কী কাণ্ড হয়েছে? বস

Rangamoti Tirandaj er সবার মনে হচ্ছিল, এবার বোধহয় একটু শান্তি ফিরছে। নবরুণ আর প্রমিতা নিজেদের সমস্যা নিয়ে একটা সমাধানে পৌঁছবে। আর ঠিক তখনই, সাত্যকি একেবারে out of syllabus প্রস্তাব দিল — জমি-বণ্টনের কথা বলল।

আমি তো অবাক! ভেবেছিলাম, সাত্যকি তো সব সময় শান্ত স্বভাবের লোক — হঠাৎ এই প্রস্তাব কেন? ওর কথা শুনে প্রথমে মনে হল, “বেশ তো, একটা সৎ চেষ্টা করছে সমস্যা মেটানোর জন্য।” কিন্তু একটু পরেই মাথায় ক্লিক করল, এটা কি সত্যিই সাহায্য, নাকি নিজের পজিশন মজবুত করার জন্য চাল চালছে?

Dot & Key’s Blockbuster Deal: Grab 2 Skincare Favourites for Just ₹699 (Product Reviews-Limited Time Offer!)

তুই জানিস, ক্রিকেটে যেমন একজন ক্যাপ্টেন হঠাৎ ফিল্ডিং সেটিং বদলে দিয়ে ব্যাটসম্যানকে ফাঁদে ফেলে, একদম সেই রকম ট্যাকটিক্স চালল সাত্যকি।

নবরুণ তো পুরো চমকে গেছিল। ওর মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল, কোনও পেসার হঠাৎ স্পিন বল করে দিল! বুঝে উঠতেই পারল না কী হচ্ছে।

আর প্রমিতা… ও কিন্তু সহজে ফাঁদে পড়ার মেয়ে নয়। বাইরে বাইরে শান্ত দেখালেও, চোখে মুখে বুঝে গেলাম — ও ঠিক টের পেয়ে গেছে সাত্যকি’র মুভের মধ্যে গন্ধ আছে। ঠিক যেন উইকেটকিপার, যিনি আগেই বুঝে যায় ব্যাটসম্যান কোন শট খেলতে চলেছে।

এখন প্রশ্ন হচ্ছে, এই প্রপার্টি ভাগ করার কথাটা কি সত্যিই সমাধান আনবে, নাকি এটা একটা প্ল্যান যাতে সাত্যকি ভবিষ্যতে সব কিছুর উপর কন্ট্রোল নিতে পারে? একটা কথাও ভুল বলেনি, ভাই — পুরো এপিসোডটা ছিল একদম লাস্ট ওভারের মত, প্রতিটা মুহূর্তে টেনশন বাড়ছে।

আর জানিস, এই এপিসোডটা আমাদের সবার ঘরের গল্প। জমি, সম্পত্তি, পরিবারে কে কতটা দখল নেবে — এগুলো তো রোজকার ঘটনা। তাই সাত্যকির এই চালটা খুব রিয়ালিস্টিক লাগল।

আর একটা জিনিস, এই এপিসোডে কোনো ওভারড্রামা ছিল না। হাই ভল্টেজ ঝগড়া নয়, একেবারে ঠান্ডা মাথার খেলোয়াড়ের মত মুভ চালল সাত্যকি। আর সেখানেই এই এপিসোডের ক্লাস।

Dot & Key| Buy 2 Products at Rs 699: Your Questions Answered (FAQs)

Rangamoti Tirandaj যারা এপিসোডটা মিস করেছিস, তাদের জন্য বলছি —
সাত্যকি হঠাৎ করে জমি ভাগের প্রস্তাব দিল। নবরুণ আর প্রমিতা পুরো অবাক। আর আসল প্রশ্ন — সাত্যকি এটা কি সত্যিই ভালোবাসা থেকে করল, না কি এর পিছনে আছে অন্য কিছু?

Rangamoti Tirandaj আমি তো ভাবছি, পরের এপিসোডেই বড়সড় রিভিল হবে। হয়ত প্রমিতা কিছু ক্লু ধরবে। হয়ত নবরুণ কনফ্রন্ট করবে সাত্যকিকে। কে জানে, হয়ত কেউ পুরোটাই ফাঁস করে দেবে!

কিন্তু একটা কথা বলি — এই এপিসোডের নাম “Satyaki’s Hidden Agenda” একদম ঠিক রাখা হয়েছে। কারণ, স্রেফ প্রপার্টি নয়, এটা আসলে মানসিক গেমপ্লে। আর সাত্যকি এখানে পুরোটাই ম্যাচ কন্ট্রোল করছে।


Rangamoti Tirandaj তাই ভাই, বললাম তো — তুই যদি ক্রিকেটের মতন স্ট্র্যাটেজি ভালোবাসিস, ধীরে ধীরে বুদ্ধি দিয়ে খেলা চালানো গল্পে ইন্টারেস্ট থাকলে, এই এপিসোডটা মিস করিস না। Satyaki এখন ক্যাপ্টেন, আর পুরো টিম ওর ফিল্ডিং সেটআপে খেলা চালাচ্ছে। 🏏🔥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *